উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে (pakistan) যাবেন না, সে দেশের কোনও শিক্ষাগত যোগ্যতা (educational certificate) ভারতে গ্রাহ্য হবে না। ভারতীয় পড়ুয়াদের রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করল ইউজিসি (UGC-AICTE) এবং অল ইন্ডিয়া কাউন্সিলর অফ টেকনিক্য়াল এডুকেশন। একই নিয়ম প্রযোজ্য অনাবাসী ভারতীয়দের। শুধু পাকিস্তানি কোনও নাগরিক পরিযায়ী হিসেবে ভারতের নাগরিকত্ব পেলে, তাঁরা এই নিয়মের ব্যতিক্রম। জারি করা যৌথ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে এই দুই উচ্চশিক্ষা নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা।
UGC & AICTE has advised students not to travel to Pakistan for pursuing higher education. pic.twitter.com/L1vl5XmotQ
— ANI (@ANI) April 23, 2022
এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার শনিবার জানান, সম্প্রতি বেশকিছু ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গিয়ে আর দেশে ফেরেননি। সে কারণেই এভাবে সতর্ক করে দেওয়া হল। ইউজিসি এবং এআইসিটিই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়েছে, পাকিস্তানের কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করলে, সেই শংসাপত্রকে স্বীকৃতি দেবে না ভারতের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে এই দুই নিয়ন্ত্রক সংস্থার আওতাভুক্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাকিস্তানি শংসাপত্রের স্বীকৃতি মিলবে না। ফলে ভিন দেশ থেকে উচ্চশিক্ষার পাঠ নিলেও ভারতে ওই পড়ুয়াদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি, পাকিস্তানে পাওয়া ওই ডিগ্রি আরও উচ্চশিক্ষায় ব্যবহার করা যাবে না।
তবে একদা পাকিস্তানের নাগরিক কিন্তু ক্ষেত্র বা সময়ের ডাকে এখন সে পরিযায়ী কোটায় ভারতের নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন, তাঁদের কোনও সমস্যা হবে না। এই বিষয়টাও ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। প্রতিবছরই মূলত কাশ্মীর থেকে বহু পড়ুয়া পাকিস্তানের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যান। গোয়েন্দা সূত্রের দাবি, তাঁদের অনেকেই দেশে ফেরেন না। সে কারণেই এই পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের।