সোমবারের আস্থা ভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দিকেই আস্থা রেখেছেন ১৬৪ জন বিধায়ক। উদ্ধবের নেতৃত্বাধীন বিরোধী বেঞ্চ পেয়েছে ৯৯টি ভোট। এবার খানিকটা কোণঠাসা হয়ে শিন্ডের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী শিন্ডে এবং তাঁর সরকারের শরিক বিজেপিকে আক্রমণ করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সোমবার বলেন, 'ক্ষমতা থাকলে বিধানসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী ভোট করুন। জনতার আদালতে স্পষ্ট হয়ে যাবে কার দিকে কতটা সমর্থন।'
এদিকে, রাজ্যের একদা উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করবেন। সোমবার এনসিপি নেতা অজিত পাওয়ারকে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন অধ্যক্ষ রাহুল নার্ভেকর। উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা বিদ্রোহী বিধায়কদের দাপটে সংখ্যালঘু হয়ে পড়েছে। তাই এখন বিধানসভার প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃত এনসিপি। সেই দলের পরিষদীয় নেতা হিসেবে অজিত পাওয়ারকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন অধ্যক্ষ।
অপরদিকে, অধ্যক্ষ নির্বাচনে উদ্ধবের নেতৃত্বাধীন বিরোধী শিবির ১০৭টি ভোট পেয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা বাদেই আস্থা ভোটে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৯৯। কংগ্রেসের একাধিক বিধায়ক এবং সপার বিধায়ক মিলিয়ে অনেকেই এদিন ভোটদানে বিরত থেকেছেন। তাঁদের শাসক জোটে যোগদানের সম্ভাবনা।