২৯ মার্চ, ২০২৪

Aftab: দিল্লির ফরেন্সিক ল্যাবের বাইরে আফতাবের উপর হামলার চেষ্টা, ধারালো অস্ত্র-সহ আটক ২
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-28 20:02:57   Share:   

শীতের দিল্লিতে সোমবার সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড, পুলিসি তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি। জানা গিয়েছে, শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Shraddha Walkar Murder) অভিযুক্ত আফতাব আমিনের (Aftab Amin Poonawala) উপর হামলার চেষ্টা। তরোয়াল হাতে নিয়ে প্রিজন ভ্যানে হামলা। শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দিল্লি পুলিস (Delhi Police)। জানা গিয়েছে, দিল্লির ফরেন্সিক ল্যাব থেকে আফতাবকে যখন তিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই এই হামলা। যে প্রিজন ভ্যানে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ভ্যানেই হামলা চালান (Attack on Aftab) দু'জন। তাঁদের হাতে ছিল তরোয়াল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কা করে তৎক্ষণাৎ অবস্থা বুঝে ব্যবস্থা নেয় পুলিস।

এক পুলিসকর্মীকে দেখা যায় বন্দুক উঁচিয়ে ওই দুই হামলাকারীকে শান্ত করতে। শূন্যে এক রাউন্ড গুলিও চালান তিনি। এরপরেই ধীরে ধীরে প্রিজন ভ্যানকে গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়। আটক করা হয়েছে ওই দুই হামলাকারীকে। এঁরা নিজেদের হিন্দু সেনার সদস্য বলে দাবি করেছে। তবে এই হামলার জন্য আফতাবের কোনও ক্ষতি হয়নি।

এই অতর্কিত হামলায় অভিযুক্তদের দাবি, 'শ্রদ্ধার বিচার চাই। শ্রদ্ধাকে খুনের জন্যই আফতাবের উপর তাঁরা হামলা চালায়।'


Follow us on :