LATEST NEWS
29 May, 2023

Andhra Pradesh: ক্যাব থেকে জোর করে সওয়ারি নামানোর জের, অন্ধ্রতে সাসপেন্ড দুই পরিবহণকর্মী
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৪-২১ ১৮:২৬:০৭   Share:   

ক্যাব থেকে জোর করে সওয়ারি নামিয়ে তাতে সওয়ার হওয়ার জন্য অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) সাসপেন্ড হলেন পরিবহণ দফতরের দুই কর্মী। মুখ্যমন্ত্রী রেড্ডির নির্দেশেই এই পদক্ষেপ করেছে (Susupends Govermnet official) অন্ধ্র পরিবহণ দফতর। হোমগার্ড তিরুপল রেড্ডি এবং মোটর ভেহিক্যালের (Motor Vehichle) সহ-ইনস্পেক্টর সন্ধ্যাকে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত এই দু'জন বুধবার রাতে একজন ক্যাব চালককে গাড়ি নিয়ে অঙ্গলায় আসতে বলেন। মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে সেই গাড়ি থাকার কথা ছিল। কিন্তু সেই সময় এক পরিবারকে নিয়ে তিরুমালায় যাচ্ছিলেন সেই ক্যাব চালক। তারপরের ঘটনা সম্প্রচারিত হয় স্থানীয় এক সংবাদ মাধ্যমে। দেখানো হয়েছে, তিরুমালার যাওয়ার পথে এক পরিবার রাস্তায় আটকে রয়েছেন। কারণ কয়েকজন সরকারি কর্মী তাঁদের গাড়ি নিয়ে চলে গিয়েছে।

Ad code goes here

এই ঘটনা ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন জগন্মোহন রেড্ডি। অভিযুক্ত সরকারিকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন তিনি। এই ধরনের কাজকে একদম বরদাস্ত করা হবে। মুখ্যমন্ত্রীর এই বার্তা পৌঁছয় পরিবহণ দফতরে। তারপরেই ওই দুজনকে সাসপেন্ড করে পরিবহণ দফতর।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :