ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে কুণাল ঘোষের (Kunal Ghosh summoned in Tripura) বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিস (tripura Police)। সেই মামলায় কুণাল ঘোষকে সমন ত্রিপুরা আদালতের। ৩০ মে সকালে আদালতে হাজির হতে হবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে। এমনটাই নির্দেশ ত্রিপুরা আদালতের। ইতিমধ্যে অন্য একটি মামলায় কুণালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ত্রিপুরা পুলিশ।
আগরতলা পুরভোটের সময় ত্রিপুরা পুলিসের কাজে হস্তক্ষেপ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগেও মামলা দাখিল হয়েছিল। সেই মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার একটি আদালতে চার্জশিট পেশ করেছে ত্রিপুরা পুলিশ। অমরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত কুণালের নামে এই সমন ইস্যু করেছে।
এদিকে, সীতার পাতালপ্রবেশের কথা তুলে সীতার মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, 'জয় সীতারাম বা সিয়ারামকে বিকৃত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীতাকে বাদ দিয়ে শ্রীরাম করা হয়েছে। রামরাজ্যে অপমানিত হয়ে সীতাকে প্রথম অন্তঃসত্ত্বা অবস্থায় বনবাসে যেতে হয়। এরপর পাতালপ্রবেশের মধ্যে দিয়ে কার্যত আত্মহনন করেন তিনি।'
ত্রিপুরা পুলিশ ধর্মে আঘাত করার এই অভিযোগে একাধিক মামলা করেছে। কুণাল সশরীরের গিয়ে প্রতিটি থানায় জেরার মুখোমুখি হয়েছেন, সঙ্গে নিয়ে গিয়েছেন রামায়ণের বিভিন্ন সংস্করণ ও গবেষণাগ্রন্থ। তিনি বলেন, 'আমি নিজে হিন্দু। কোনও ধর্মকে আঘাতের কোনো উদ্দেশ্যই আমার ছিল না। যারা রামের নাম নিয়ে রাজনীতি করছে, তাদের জন্য সীতার পরিণতির প্রশ্নটাই তুলে ধরেছিলেন তিনি।'
একুশের ১২ নভেম্বর ত্রিপুরার বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি হয়েছিলেন কুণাল। ছয় মাস পর এই সংক্রান্ত মামলাতেই এখন চার্জশিট দিয়েছে ত্রিপুরা পুলিশ। আদালত কুণালকে ৩০ মে এজলাসে উপস্থিত থাকার জন্য সমন পাঠিয়েছে।