ত্রিপুরা (Tripura) বিধানসভা ভোটের এক বছর আগে বড়সড় পট পরিবর্তন রাজ্য প্রশাসনে। উত্তর-পূর্বের এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব (Biplab Dev)। রাজ্যপালকে পদত্যাগপত্র (Tripura CM Resigns) পাঠিয়েছেন তিনি। জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহের (Nadda-Shah) সঙ্গে বৈঠকের পরদিন এই সিদ্ধান্ত নিলেন বিপ্লব দেব।
এদিকে, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উপজাতিদের তৈরি রিসা পরিয়ে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। যদিও এই সাক্ষাৎ প্রসঙ্গে জানা গিয়েছে, বিজেপির অন্যতম এই দুই শীর্ষ নেতার সঙ্গে রাজ্যের ২০২৩ বিধানসভা নির্বাচন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
সেই আলোচনায় নাকি ছিল উন্নয়ন, সীমান্ত সমস্যা-সহ একাধিক ইস্যু। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, সর্বভারতীয় সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি'র সাথে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। রাজ্যের উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এই ট্যুইটের কয়েকঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফায় জোর গুঞ্জন জাতীয় রাজনীতির অন্দরে। এদিন পদত্যাগ করে সংবাদ মাধ্যমকে বিপ্লব দেব জানান, 'সংগঠন থাকলে সাফল্য আসবে। এই রাজ্যে বিজেপির সরকারকে দীর্ঘ মেয়াদী করতে আমাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে।'
এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, 'আদি বিজেপি-নব্য বিজেপির দ্বন্দ্বের মাঝে পড়ে এই ফল। ত্রিপুরার আগামি বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার গড়বে। পাঁচ বছর একজন মুখ্যমন্ত্রীকে ধরে রাখতে পারে না, কী করে রাজ্য শাসন করবে।'