আসন্ন ২৬ নভেম্বর ত্রিপুরায় পৌর নির্বাচন এবং কিছু কেন্দ্রের পকেট নির্বাচন | বিজেপির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন পুলিশের উচ্চপর্যায়ের প্রশাসকদের অনুরোধ জানিয়েছেন, আগরতলার ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডে যেন স্বচ্ছ এবং অবাধ নির্বাচন হয় | তাঁর এই দাবিতে বিতর্কের সৃষ্টি হয়েছে ত্রিপুরা বিজেপির অন্দরে |
প্রথমত, সুদীপ প্রাক্তন কংগ্রেসি। দ্বিতীয়ত, বিজেপিতে আসার পর তাঁর ধারণা হয়েছিল, তাঁকে হয়তো মুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু অচিরেই তাঁর ধারণা শঙ্কায় পরিণত হয় | তাঁকে স্বাস্থ্যমন্ত্রী করা হয় এবং কিছুদিনের মধ্যে মন্ত্রিসভা থেকে বিদায় করা হয় | শোনা যায়, বরাবরই তিনি নাকি মমতা ঘনিষ্ঠ | তাঁর ভোট নিয়ে ওই মন্তব্য বিরোধীরা প্রচার করতে শুরু করেছে যে, ধরেই নেওয়া যায়, ত্রিপুরায় নির্বাচন অবাধ হবে না | কিন্তু সি এন পোর্টালকে সুদীপ জানান, ওই কটি ওয়ার্ড তাঁর বিধানসভার মধ্যে পড়ছে, যেখানে তাঁর ইমেজ অত্যন্ত স্বচ্ছ। সেই কারণেই তাঁর এই দাবি।