Share this link via
Or copy link
শরীর একটা, মাথা দুটো। জন্ম নিল বিরল এক বাছুর। বিরল ঘটনার সাক্ষী হয়ে রইলেন ত্রিপুরার অমরপুর মহকুমাবাসী। অমরপুর রাঙকাঙ সমতল পাড়ার বাসিন্দা চৈতন্য দাসের বাড়িতে ঘটল এই বিরল ঘটনা। চৈতন্য দাসের বাড়ির গাভীটি শনিবার সকালে একটি বাচ্চার জন্ম দেয়। ওই নবজাতক বাছুরের দুটো মাথা। এই কাণ্ড দেখে বিস্মিত খোদ চৈতন্য দাস। অবাক এলাকার সাধারণ মানুষ।
কেউ কেউ বলছেন, কলিতে স্বয়ং ভগবান জন্ম নিয়েছে, আবার কেউ কেউ ভয় পাচ্ছেন নানা কুসংস্কার নিয়ে। অনেকেই ভিড় জমিয়েছেন নবজাতককে দেখতে। খবর দেওয়া হয় অমরপুর প্রাণিসম্পদ বিকাশ দফতরে। গরুর মালিক চৈতন্য দাস জানিয়েছেন, তিনি বহুদিন ধরে গবাদি পশু পালন করছেন। তবে এই ধরনের ঘটনা কখনও তিনি প্রত্যক্ষ করেননি।
এই বিষয়ে অমরপুর প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা জানান, এটি একটি স্বাভাবিক ঘটনা, তবে বিরল। তাছাড়া বাছুরটিকে বাঁচিয়ে রাখতে সব ধরনের সহযোগিতা করা হবে। উল্লেখ্য, বিরল প্রজাতির নানা প্রাণী একাধিকবার বনজঙ্গলে ঘেরা এই পার্বত্য ত্রিপুরায় দেখা গেলেও গবাদিপশুর ক্ষেত্রে এই ঘটনা সত্যিই বিস্ময়কর।