বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে ঘোজাডাঙা সীমান্ত। ঘোজাডাঙা সীমান্তে জিরো পয়েন্টে পর্যটকদের জন্য বিনামূল্যে চালু হল টোটো পরিষেবা।এই পরিষেবা চালু হওয়ায় খুশি ভারত ও বাংলাদেশ, দুই দেশের যাত্রীরাই। সূত্রের খবর, যে সমস্ত মানুষ ভারত থেকে বাংলাদেশে যান বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে জিরো পয়েন্ট হয়ে আবার অন্য দেশে যখন প্রবেশ করেন, তখন অনেকটাই তাঁদের পায়ে হেঁটে যেতে হয়।
এছাড়াও দেখা গেছে, বাংলাদেশ থেকে প্রচুর অসুস্থ রোগী ভারতে আসেন চিকিৎসা করানোর জন্য। বাংলাদেশ সীমান্ত থেকে তাঁদের ভারতীয় সীমান্তে আসতে হলে প্রায় চারশো থেকে পাঁচশো মিটার পায়ে হেঁটে আসতে হয়। তার ফলে তাঁরা আরও অসুস্থ হয়ে পড়েন। এরকম নানা অসুবিধার কথা মাথায় রেখে ভারতীয় ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অর্থাৎ সিএনএফ-এর পক্ষ থেকে ঘোজাডাঙা সীমান্তে চালু হল সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা।
দু’দেশের সীমান্তে প্রথম ঘোজাডাঙা বর্ডারেই চালু হল এই পরিষেবা। জানা গিয়েছে, ২৪ ঘণ্টাই মিলবে এই পরিষেবা। করোনার জন্য অল্প সংখ্যক মানুষ এখন যাতায়াত করছেন দুই দেশের মধ্যে। সেজন্য আপাতত দু’টো টোটো রাখা হয়েছে। আগামী দিনে টোটোর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে। সব মিলিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দুই দেশের পর্যটকরা।