রাজস্থানে পণের বলি একই পরিবারের তিন বধূ-সহ তাঁদের সন্তান। জানা গিয়েছে, এই তিন জন সম্পর্কে তিন বোন, বুধবার থেকে যারা নিখোঁজ ছিলেন। অবশেষে শনিবার শ্বশুরবাড়ির কাছের কুয়ো থেকে উদ্ধার পাঁচ জনের দেহ। যাঁদের মধ্যে ওই তিন বধূ ছাড়াও বড় বোনের দুই সন্তানও আছে। পাশাপাশি বাকি দু'জন গর্ভবতী ছিল এমনটাই পুলিস সূত্রে খবর। এদিকে, মৃতদের বাড়ির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা জয়পুর জেলার দাদু এলাকার। শনিবার উদ্ধার হয়েছে তিন বোন কালু মীনা, মমতা মীনা ও কমলেশ মীনার মৃতদেহ। একই পরিবারে বিয়ে হয়েছিল তাঁদের। মৃতদের বাবার অভিযোগ, পণের দাবিতে তিন বোনের উপরে নিয়মিত নির্যাতন চালাতেন স্বামী-সহ শ্বশুরবাড়ি।
কিছুদিন আগেই ছোট বোন কমলেশ বাবাকে ফোন করে জানায়, তাঁদের মারধর করা হচ্ছে। প্রাণহানির আশঙ্কা রয়েছে। এরপর ওই ব্যক্তি মেয়েদের শ্বশুরবাড়িতে হাজির হয়েছিলেন। কিন্তু অভিযুক্ত পরিবার তাঁকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়।