ভোপালের দুই জায়গা থেকে গ্রেফতার চার বাংলাদেশি জঙ্গি। মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তোম মিশ্র রবিবার এ তথ্য দিয়েছেন। ২০১৮ বুদ্ধগয়া বিস্ফোরণে এই চার ধৃত জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। দুই জায়গা থেকেই ধর্মীয় সাহিত্য, ল্যাপটপ এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এদিন এমনটাই জানিয়েছে মধ্য প্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড।
কেন্দ্রীয় গোয়েন্দাদের সূত্রের উপর ভিত্তি করে ভোপালের এই দুই ঘাঁটি থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘাঁটিগুলোর মধ্যে একটি থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে। কারন্ড এবং আইশবাগের দুই জায়গায় শনিবার এবং রবিবার রাতের মধ্যে এই অভিযান চলেছে।