কাশ্মীরের (Jammu and Kashmir) বুদগামে জঙ্গি হামলায় নিহত এক পুলিসকর্তা। গুরুতর জখম তাঁর ভাই। জঙ্গি হামলার (Terrorist Attack) এই ঘটনা চাউর হতেই এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সেনা-পুলিসের বিশেষ বাহিনী। জানা গিয়েছে, নিহত এসপিও-র নাম ইশফিক আহমেদ দার, আর তাঁর ভাই উমর আহমেদ দার। এই দু'জনেই বুদগামের ছাতাবাগের বাসিন্দা।
শনিবার রাতেই তাঁদের উপরে হামলা হয়েছে। হামলার পরেই আহত অবস্থায় দু’জনকে স্থানীয় এসকেআইএমএস বেমিনা শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ইশফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, কাশ্মীরে জঙ্গি দমনে কড়া পদক্ষেপ নিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ। আগে কাশ্মীর প্রশাসন ঘোষণা করেছিল, কেউ স্বেচ্ছায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এমন কাউকে আশ্রয় দিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে। সেই কাজই এবার পুরোদমে শুরু করল কাশ্মীর পুলিশ। যা নিয়ে উপত্যকায় একদিকে যেমন সন্ত্রাসবাদীদের মদতদাতারা আতঙ্কিত।
এই সিদ্ধান্ত কার্যকর প্রসঙ্গে পুলিশ স্পষ্ট জানিয়েছে, উপত্যকায় বহু মানুষ, যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়। জঙ্গিদের নিজেদের বাড়িতে নিরাপদ আশ্রয় দেন। সন্ত্রাসবাদীদের মতোই এরাও বিপজ্জনক। এদের সব সম্পত্তি পুলিশ বাজেয়াপ্ত করবে। ইতিমধ্যেই সেই কাজ ইউএপিএ-র আওতাধীনে শুরু করা হয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ এখনও উপত্যকায় কার্যকর।