Share this link via
Or copy link
পয়গম্বর বিতর্কে আগুন জ্বলছে দেশজুড়ে। বিজেপি নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে চলছে ক্ষোভ-বিক্ষোভ। ভারতের নিন্দা করেছে ২০টি দেশ। প্রতিবেশী দেশ বাংলাদেশে পর্যন্ত জ্বলেছে প্রতিবাদের আগুন। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে কাতার-সহ বিভিন্ন দেশের শপিং মলে।
এই পরিস্থিতিতে বিস্ফোরক টুইট বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের। গতকাল একটি টুইট করেন লেখিকা। সেখানে তিনি লেখেন, ''আজ হজরত মহম্মদ যদি বেঁচে থাকতেন, গোটা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের এমন পাগলামি দেখলে তিনিও চমকে যেতেন।''
পয়গম্বর বিতর্কে উত্তাল হয়েছে বাংলাদেশও। গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকায় মিছিল করেন বহু মানুষ। ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। আবার, আগামী ১৬ জুন ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন অনেকে।