Share this link via
Or copy link
রাহুল-প্রিয়াঙ্কার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের পদ খোয়ালেন তামিলনাড়ুর এক নেতা। ভি নারায়ণন এআইসিসির সদস্য এবং তামিলনাড়ু কংগ্রেসের মুখপাত্র ছিলেন। হাত শিবিরের গুরুত্বপূর্ণ এই নেতা সম্প্রতি পরামর্শ দিয়েছেন, 'কংগ্রেসকে বাঁচাতে নেতৃত্ব থেকে সরে দাঁড়াক রাহুল-প্রিয়াঙ্কা। পুরনো যারা কংগ্রেসি, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, জগন্মোহন রেড্ডি এবং কে চন্দ্রশেখর রাও এদেরকে দলে ফিরিয়ে আনা হোক। এভাবেই মানুষের মনে আস্থা ফেরানো সম্ভব হবে।'
এখানেই থামেননি তামিলনাড়ু কংগ্রেসের এই নেতা। তিনি বলেছেন, 'মমতা, জগন এবং কেসিআরকে অনুরোধ করা হোক, যাতে তাঁরা, তাঁদের দলকে কংগ্রেসকে সঙ্গে মিশিয়ে দিতে পারে। এতে কংগ্রেসের শরিক দলগুলোর আস্থা বাড়বে এবং দলের প্রতি মানুষের ভরসা ফিরবে।
যদিও নারায়ণন কংগ্রেসের রাহুল ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত। একাধিক রাজ্যে কংগ্রেসের ভোট বিপর্যয়ের পর মাথাচাড়া দেওয়া বিক্ষুব্ধ-২৩ গোষ্ঠীর সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই।
কিন্তু তারপরেও এই নেতার মন্তব্য, 'সন্তানদের পিছনে ফেলে সামনে এগিয়ে এসে নেতৃত্ব দিক কংগ্রেস। আমি রাহুল গান্ধীকে ভালোবাসি। কিন্তু তিনি নেতৃত্বদানে ব্যর্থ। কিন্তু নেত্রী হিসেবে সফল সনিয়া গান্ধী। আমি চাই সনিয়া গান্ধী নীতি নির্ধারক কমিটির মাথা হোক আর রাহুল-প্রিয়াঙ্কা সরে দাঁড়াক।'