LATEST NEWS
28 May, 2023

MK Stalin: 'হিন্দির সঙ্গেই কাজের ভাষা হিসেবে স্বীকৃতি পাক তামিল', প্রধানমন্ত্রীর কাছেই দাবি স্টালিনের
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-২৭ ২০:৫৩:৪৯   Share:   

সম্প্রতি সিনেমা (Indian Cinema) তৈরির মাধ্যম নিয়ে তরজায় জড়িয়েছিলেন অজয় দেবগণ এবং কে সুদীপ। বলিউড এবং দক্ষিণী ছবির ভাষা তরজার মধ্যেই তামিলকেও (Tamil Language) কেন্দ্রীয় স্তরে কাজের ভাষার মর্যাদা দেওয়ার দাবি তুললেন এমকে স্টালিন (MK Stalin)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই দাবি তোলেন। যেখানে সম্প্রতি দেশের প্রধান ভাষা হিসেবে হিন্দির পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে উল্লেখ্য কেন্দ্রীয়স্তরে কাজের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি চলিত।

এদিকে, বৃহস্পতিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী স্টালিন ও প্রধানমন্ত্রী মোদি। সেই অনুষ্ঠানেই এমকে স্টালিন বলেন, 'তামিলকেও হিন্দির মতো কাজের ভাষা হিসেবে ঘোষণা করা হোক। এবং মাদ্রাজ হাইকোর্টে সেই ভাষাকে সরকারি ভাষা করা হোক।' যদিও এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখেও তামিল ভাষার প্রশস্থি শোনা গিয়েছে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :