০৫ অক্টোবর, ২০২৩

Snake: এ যেন মনসা মঙ্গল! সাপের কামড়ে মৃত দাদার শেষকৃত্য এসে সর্প দংশনে মৃত্যু ভাইয়েরও
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

এ যেন বাস্তবের মনসা মঙ্গল কাব্য। সেখানে মা মনসার অভিশাপে একের পর এক সন্তানকে হারিয়েছিলেন চাঁদ সদাগর। কিন্তু বাস্তবের এই কাহিনী হয়তো নিয়তি। সর্প দংশনে (Snakebite) মৃত দাদা। দাদার (Elder Brother) শেষকৃত্য সম্পন্ন করতে এসেছিলেন ছোট ভাই। অবশেষে তিনিও মারা গেলেন সেই সাপের কামড়ে। মর্মান্তিক এই ঘটনা (Accident) উত্তরপ্রদেশের (Uttar Pradesh)।

জানা গিয়েছে, দাদা অরবিন্দ মিশ্র, বয়স ৩৮।  উত্তরপ্রদেশের ভবানীপুরের বাসিন্দা তিনি। ভাই গোবিন্দ দাদার মৃত্যু সংবাদ পেয়ে শেষক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন। রাতে ঘুমনোর সময় তাঁকেও কামড়ে দেয় সাপ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় তাঁর।

আরও আশ্চর্যের বিষয়, তাঁদেরই আত্মীয়  চন্দ্রশেখর পাণ্ডেও এসেছিলেন শেষকৃত্যে অংশ নিতে। তাঁকেও সাপে কামড়ায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গোবিন্দ ও চন্দ্রশেখর দু'জনই লুধিয়ানা থেকে এই গ্রামে এসেছিলেন। স্বাভাবিক ভাবেই এমন ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।


Follow us on :