ব্রেকিং নিউজ
shootout-at-haryana-university-campus-just-after-governors-departure-
Haryana: রাজ্যপাল বিশ্ববিদ্যালয় ছাড়তেই ক্যাম্পাস দুষ্কৃতী হামলা, গুরুতর জখম ৪

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-09-04 12:44:20


দুষ্কৃতীদের গুলিতে (shot) উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ছাত্র-সহ চার। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে (Maharshi Dayanand University)। রাজ্যপাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই এই দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থিক লেনদেন (monetary dispute) সংক্রান্ত বিরোধের কারণেই এমনটা ঘটিয়েছে বলে অনুমান পুলিসের। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

এদিন গভর্নর বান্দারু দত্তাত্রেয়, যিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও, ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তিনি সেখান থেকে বেরিয়ে যেতেই এমন উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় তিনজন জড়িত বলে জানা গিয়েছে। ঘটনার পর হামলাকারীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে।

এসএইচও প্রমোদ গৌতম বলেন, ইতিমধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ চারজনের নাম কুলদীপ, বিদিত, সুশীল হুদা এবং হর্ষ। এঁদের মধ্যে কুলদীপের অবস্থা আশঙ্কাজনক।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন