জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। দীর্ঘ লড়াইয়ের পর তিন পাক জঙ্গি-সহ সাত জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার এমনটাই জানিয়েছে কাশ্মীর পুলিস।
কাশ্মীরের আইজি বিজয় কুমার সংবাদমাধ্যমকে বলেন, 'রবিবার কুপওয়ারায় গুলির লড়াই চলেছে। আর তাতে দুই লস্কর-ই-তইবা জঙ্গি মারা গিয়েছে। সোমবার ভোরের দিকে আরও এক পাক জঙ্গিকে খতম করা হয়েছে। সোপিয়ানের এক স্থানীয় জঙ্গিও নিহত হয়েছে।'
তিনি আরও বলেন, পুলওয়ামায় গুলির লড়াইয়ে লস্কর-ই-তইবার এক স্থানীয় জঙ্গির মৃত্যু হয়েছে। কুলগামে জইশ-ই-মহম্মদ ও আরও এক লস্কর-ই-তইবা জঙ্গিকে খতম করা হয়েছে। মোট সাত জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পাকিস্তানের ও বাকি চার জন স্থানীয় জঙ্গি।’’
উল্লেখ্য, একের পর এক কাশ্মীরি পণ্ডিতের উপর হামলা করছিল জঙ্গিরা। ৩৬ বছর বয়সী দক্ষিণ কাশ্মীরের কুলগাঁম জেলার গোপালপরা এলাকার একটি হাইস্কুলের শিক্ষিকা রজনী বালাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাগাতার এই ঘটনার জেরে নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে সীমান্তে।