কোভিডের (Covid 19) ধাক্কা সামলে ২০২২ সালে ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ৬.৪% হতে পারে। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস রাষ্ট্রপুঞ্জের (UN)। গতবছর রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ৭.৩ শতাংশ পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৮.৮ শতাংশ (Financial Growth)।কোভিডের ধাক্কায় ভারতীয় অর্থনীতি সঙ্কটে পড়লেও অন্য দেশের তুলনায় তা উজ্জ্বল। এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট। তবে মুদ্রাস্ফীতি এবং শ্রমের সূচকে অসাম্য রয়েছে। তাই ভারতীয় বাজার প্রত্যাশিত বিনিয়োগ দেখছে না, ভবিষ্যতেও দেখবে না। এই আশঙ্কা রয়েছে বলেও ইঙ্গিত সেই রিপোর্টে।
তবে পূর্ব ইউরোপের যুদ্ধের প্রভাব সামলাতে পেরেছে ভারত। এদিকে, শুক্রবার চলতি সপ্তাহের জন্য শেয়ার বাজার বন্ধের সময় সবচেয়ে বেশি পতন দেখল ভারতীয় মুদ্রা। এক ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম ৭৭.৭৩ টাকা। গত কয়েক মাসে পঞ্চমবার এই পতন দেখল ভারতীয় মুদ্রা।