ব্রেকিং নিউজ
Missing recovery উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার জয়নগর থানার পুলিসের
HomenationalMissing recovery উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার জয়নগর থানার পুলিসের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-16 10:05:31
জয়নগর থানার পুলিসের তৎপরতায় উদ্ধার হল এক নাবালিকা। পুলিস ও স্থানীয় সূএে জানা গিয়েছে, জয়নগর থানার ঢোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্যামনগর এলাকার ১৫ বছরের এক নাবালিকার সঙ্গে গত বছরের অগাস্ট মাসে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় উওর প্রদেশের মুজাফফর নগরের এক যুবকের। আর এই আলাপ থেকে প্রেম ভালবাসা তৈরি হয়। এবং সেই প্রেমের টানেই গত বছরের ১০ ই সেপ্টম্বর ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে অবশেষে জয়নগর থানায় মেয়ের নামে নিখোঁজের ডায়েরি করেন ওই নাবালিকার বাবা।
আর জয়নগর থানার পুলিস ওই কেসের তদন্তভার নেয়। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ওই নাবালিকার ফোনের লোকেশানের সূএ ধরে উওর প্রদেশের মুজ্জাফরনগর এলাকার সন্ধান পান। আর কাল বিলম্ব না করে জয়নগর থানার পুলিস উওরপ্রদেশের পুলিসের সাহায্য নিয়ে মুজ্জাফরনগর এলাকা থকে ওই নাবালিকাকে উদ্ধার করে শনিবার রাতে। উদ্ধারের পর জয়নগর থানায় নিয়ে আসে।
পুলিশ সূএে আরও জানা গিয়েছে, ওই নাবালিকা ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিল ওই যুবক। নাবালিকা মেয়েটিও ভালোবাসার ফাঁদে পা দেয়। আদৌ সত্যি ভালোবাসা ছিল নাকি পাচার করার জন্যই তাকে বিয়ের বন্ধনে আটকে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিস।