ধর্ষণ মামলায় (Rape case) ২০২০ সালে গ্রেফতার (Arrest) করা হয় অভিযুক্ত বিবেক প্যাটেলকে। ২০২১ সালে জামিনে (Bail ) মুক্তি পেয়েছিল সে। ফের একই যুবতীকে (woman) ছুরি ধরে ধর্ষণ করে বন্ধুর সাহায্যে ভিডিও বানিয়ে মামলা প্রত্যাহার করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুর জেলার।
পুলিস সূত্রে খবর, ওই অভিযোগকারী যুবতী জানিয়েছেন, অভিযুক্ত এবং তার বন্ধু এই নৃশংস ঘটনাটি এক মাস আগে ঘটিয়েছে। ছুরি ধরে জোর করে ঘরের মধ্যে ঢুকে তাঁকে ধর্ষণ করে। এবং বিবেক প্যাটেলের বন্ধু সেই ধর্ষণের ভিডিও বানায়। এবং অভিযোগ প্রত্যাহার করারও হুমকি দেওয়া হয় তাঁকে। নাহলে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন ওই যুবতী।
উল্লেখ্য, ২০২০ সালে ওই যুবতীর ১৭ বছর বয়স ছিল। এখন ১৯। ঠিক দু'বছর আগেও তাঁকে একই ব্যক্তি ধর্ষণ করেছিল। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিবেককে। বর্তমানে জামিনে মুক্ত রয়েছে সে।
ওই যুবতী ফের থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ফের তদন্ত শুরু করেছে পুলিস।