ব্রেকিং নিউজ
CEC: দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, ব্যাঙ্ক সংযুক্তির দায়িত্বে ছিলেন এই আইএএস
HomenationalCEC: দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, ব্যাঙ্ক সংযুক্তির দায়িত্বে ছিলেন এই আইএএস
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-12 14:30:28
১৫ মে থেকে দেশের মুখ্য নতুন নির্বাচন কমিশনার (CEC) হচ্ছেন রাজীব কুমার (Rajiv Kumar)। ২০২০-র পয়লা সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সদস্য তিনি। ১৪ মে অবসর নেবেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ১৫ মে থেকেই দায়িত্ব নেবেন ১৯৮৪-র ঝাড়খণ্ড ব্যাচের এই আইএএস রাজীব কুমার। কেন্দ্রীয় আইনমন্ত্রী (Law Minister Kiren Rijeju) কিরেন রিজেজু বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানান।
মন্ত্রী লেখেন, ‘রাজীব কুমারকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হল। আমার শুভেচ্ছা রইল।’ নির্বাচন কমিশনারের দায়িত্ব ছাড়া পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড (পিইএসবি)-এর চেয়ারম্যান ছিলেন তিনি। এর আগে কেন্দ্রীয় অর্থসচিব হিসেবে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটিয়ে চারটি বৃহৎ ব্যাঙ্ক গঠনের গোটা প্রক্রিয়াতেও যুক্ত ছিলেন তিনি। এবার সেই রাজীবই দেশের মুখ্য নির্বাচন কমিশনার।