Share this link via
Or copy link
কোনও রাজনৈতিক দল গড়ছেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন জাতীয় রাজনীতির পিকে (PK)। তবে বিহার রাজনীতিতে (Bihar politics) নতুন সমীকরণ তৈরিতে তিনি নিজেকে উৎসর্গ করবেন। এমনটাও এদিন জানিয়েছেন এই ভোটকুশলী। নতুন ভাবনা, নতুন প্রয়াস-- এই ব্যানারে ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন থেকে বিহারজুড়ে ৩ হাজার কিমি দীর্ঘ পদযাত্রা করবেন তিনি। রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে পৌঁছতে তাঁর এই উদ্যোগ।
পিকের যুক্তি, আগামি দিনে বিহারে কোনও ভোট নেই। তাই এখনই তাঁর ভাবনায় কোনও রাজনৈতিক দল গড়ার বাসনা নেই। কিন্তু ভবিষ্যতে কী করবেন তিনি? সেই প্রশ্ন এদিন জিইয়ে রেখেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, 'আমি শূন্য থেকে শুরু করতে চাই। আগামি ৩-৪ বছর মানুষের কাছে পৌঁছতে চাই। জন সুরজ হবে আমার ভাবনা।'
এমনকি এই মুহূর্তে বিহারের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ জেডিইউ বা আরজেডির সঙ্গে কোনও সখ্যতা গড়ার পরিকল্পনা নেই পিকের। সংবাদ মাধ্যমকে জানান প্রশান্ত কিশোর। তবে গত ১৫ বছর বিহারের জন্য সুখকর ছিল না। এমন মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, গত কয়েকমাসে পিকের দল ১৭ হাজার জনকে চিহ্নিত করেছেন, যাঁরা সু প্রশাসকে বিশ্বাস রাখেন। তাঁদের মধ্যে ৯০% বিশ্বাস করেন বিহারে নতুন ভাবনার দরকার। এই ধরনের মানুষের সঙ্গে আগামি তিন-চার মাস তিনি যোগাযোগ করবেন।