পর্ন দেখার নেশা পেয়ে বসেছিল তাঁকে। নীল ছবিতে এমনটাই আসক্ত হয়ে পড়েছিলেন, এর জেরে এমন কাণ্ড করে বসলেন যে, এখন ছি ছি করছে গোটা এলাকা।
বেঙ্গালুরুর ঘটনা। স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ থেকে এমন মারাত্মক পরিণতি হতে পারে, তা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। জাহির পাশা (৪০) নামে এক অটোচালক পর্ন ছবির প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। নিয়মিত পর্ন ফিল্ম দেখতে দেখতে হঠাত্ করেই তাঁর মনে হয়, তাঁর স্ত্রীও পর্ন ছবিতে কাজ করেন। সেই ভাবনা থেকেই গত রবিবার নিজের স্ত্রীকে নির্মমভাবে হত্যা (Murder) করলেন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, বেশ কিছু মাস ধরেই তিনি তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী মুবিনাকে সন্দেহ করতে শুরু করেন। তাঁর ধারণা ছিল, স্ত্রী পর্ন ছবিতে অভিনয় করেন। সেই সময় থেকে ওই ব্যক্তি নিজের স্ত্রীকে হেনস্থা করতে শুরু করেছিলেন। রবিবার নিজের সন্তানদের সামনেই তিনি স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি ১৫ বছর ধরে বিবাহিত এবং তাঁদের ৫ সন্তান রয়েছে। ২ মাস আগে পাশা একটি পারিবারিক অনুষ্ঠানে মুবিনাকে সকলের সামনে মারধর ও হেনস্থা করেছিলেন। সেই সময় পরিবারের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। পাশা কেন স্ত্রীকে হেনস্থা করছেন, সেকথাও সকলে জানতে পারেন। ২০ দিন আগেই পাশা নিজের স্ত্রীকে এমন হেনস্থা করেছিলেন যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। নিহত মুবিনার বাবাকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, রবিবার ওই দম্পতির এক সন্তান তাঁকে খবর দেয় যে তাদের বাড়িতে এমন মারাত্মক কাণ্ড ঘটেছে। মুবিনার বাবা পাশার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।