বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে (BJP Foundation Day) নাম না করে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। বিজেপি রাষ্ট্রভক্তি অর্থাৎ দেশপ্রেমে বিশ্বাসী আর আমাদের বিরোধীরা পরিবারভক্তি অর্থাৎ পরিবারবাদে বিশ্বাসী। বুধবার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি (PM Modi)। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'রাশিয়ার আগ্রসনের (Russia invades Ukraine) বিরুদ্ধে ভারতের উপর প্রভূত চাপ রয়েছে। রাশিয়া বনাম এক বিশ্ব নীতি নেওয়া হয়েছে। এই পরিবেশেও ভারত দৃঢ় বিদেশ নীতি নিয়েছে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে।'
বিজেপির প্রতিষ্ঠা দিবস তিন কারণে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম দ্রুত বদলে যাওয়া বিশ্ব এবং বিশ্ব শৃঙ্খলা। মোদী বলেন, 'আজ বিশ্ব এমন এক ভারতকে দেখছে, যারা ভয়হীন এবং নিজের স্বার্থরক্ষায় অবিচল। এই সময় বিশ্ব বনাম রাশিয়া মেরুকরণ। কিন্তু ভারত একমাত্র দেশ যারা সঙ্কল্পবদ্ধ মানবতার প্রতি। আমাদের সবার উপরে জাতীয় স্বার্থ।'
এদিন কর্মী-সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনী ফলের জন্য সংগঠনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, কয়েক সপ্তাহ আগেই ডবল ইঞ্জিন সরকার চার রাজ্যে ফিরেছে এবং তিন দশক পর একক শক্তিতে রাজ্যসভায় শতাধিক সাংসদ পেয়েছে বিজেপি।