ব্রেকিং নিউজ
Omicron:ওমিক্রন আক্রান্তের মাঝে কিছুটা স্বস্তি করোনা সংক্রমণে
HomenationalOmicron:ওমিক্রন আক্রান্তের মাঝে কিছুটা স্বস্তি করোনা সংক্রমণে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-03 12:40:33
অতিমারীর একের পর এক দফা সামলাতে গিয়ে নাজেহাল দশা দেশবাসীর। কিছুটা করোনা সংক্রমণে স্বস্তি পেতে না পেতেই করোনা তার নতুন ভার্সান নিয়ে হাজির। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'। ইতিমধ্যে ওমিক্রনকে বিপজ্জনক ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'।
উল্লেখ্য, কর্ণাটকের ২ ব্যক্তির শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছিল। যাঁদের একজনের বয়স ৬৬ বছর, আরেকজন ৪৬ বছর। মূল চাঞ্চল্যকর বিষয়টি হল, বেঙ্গালুরুর ওমিক্রন আক্রান্ত ৬৬ বছরের ব্যক্তি কর্ণাটকে। গত ২৭ নভেম্বর তিনি দুবাই পাড়ি দেন। তারপর তাঁর সংস্পর্শে আসা ২৭০ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের শরীরে যে করোনা পাওয়া গিয়েছে তা ওমিক্রন প্রজাতির কিনা তা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে কিছুটা স্বস্তি দেশবাসীর। আক্রান্ত এবং মৃত্যু দুই কিছুটা হলেও কমেছে দেশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার দেশে ৯ হাজার ২১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের থেকে কিছুটা হলেও কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ১১৫ জন।
করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও অ্যাকটিভ কেস খানিকটা বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ হাজার ৯৭৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৬৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৬১২ জন। দেশে করোনায় সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ।
পাশাপাশি রাজ্যেও কিছুটা স্বস্তি সংক্রমণে। রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৭হাজার ৪০৮ জন।