২৫ এপ্রিল, ২০২৪

Dawood: মোস্ট ওয়ান্টেড দাউদের খোঁজ দিলেই মিলবে ২৫ লক্ষ টাকা! মাথার দাম ধার্য এনআইএ-র
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-01 18:51:11   Share:   

ভারতের একাধিক তদন্তকারী সংস্থার খাতায় সে মোস্ট ওয়ান্টেড। সেই দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। যদিও সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, করাচির (Karachi) ক্লিফটন রোডে রয়েছে বম্বে ধারাবাহিক (Bombay Serial Blast) বিস্ফোরণের মূল চক্রী। বয়স এবং শারীরিক অসুস্থতার ভারে ন্যুব্জ সে। জানা গিয়েছে, শুধু দাউদ ইব্রাহিম নয় তার ভাই-সহ ডি-কোম্পানির আরও সদস্যদের তথ্যের বিনিময়ে অর্থ ঘোষণা করেছেন এনআইএ।।

ভারতে জাল নোটের কারবার, নাশকতা, আন্তর্জাতিক মাদক পাচার-সহ একাধিক মামলায় এদেশে অভিযুক্ত দাউদ ইব্রাহিম। পাকিস্তান সেনার নজরদারিতে করাচির বাসভবনে দিব্যি আছে দাউদ। একাধিক সংবাদ মাধ্যম নানভাবে এই দাবি করেছে। জানা গিয়েছে, শুধু দাউদ নয়, তার ডান হাত হিসেবে পরিচিত ছোটা শাকিলের মাথার দাম ২০ লক্ষ টাকা ধার্য করেছে এনআইএ। এছাড়া আনিস ইব্রাহিম ওরফে ছোটা আনিস, জাভেদ চিকনা এবং টাইগার মেমনের নাম রয়েছে এনআইএ তালিকায়। তিন জনের মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

এদিকে দাউদের বর্তমান ঠিকানা একাধিকবার পাকিস্তানের বিদেশ মন্ত্রককে হস্তান্তর করেছে নয়াদিল্লিউ। তাতে বলা, পাক সেনাবাহিনী এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নাকের ডগাতেই বাস দাউদের। দীর্ঘ দিন ধরে তাঁকে নিরাপত্তা দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। যদিও ইসলামাবাদের দাবি, দাউদ এখন পাকিস্তানে নেই।


Follow us on :