সাধারণত গাড়ি বা ঘোড়া করে হবু বরকে বিয়ে করতে আসতে দেখা যায়। কিন্তু বুলডোজারে চেপে বিয়ে করতে আসা একেবারে বিরল। এমনই আশ্চৰ্যজনক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়। এমন বুদ্ধির জেরে বরকে নয় বুলডোজার চালককে খোওয়াতে হল ৫ হাজার টাকা। জরিমানা করল মধ্যপ্রদেশ পুলিস।
মঙ্গলবার বিয়ে করতে গিয়েছিলেন অঙ্কুশ জয়সওয়াল। পেশায় টাটা কনসালটেন্সির একজন সিভিল ইঞ্জিনিয়ার। বুলডোজারে চেপে বেতুল জেলার কেরপানি গ্রামে বিয়ে করতে যান। অঙ্কুশের পাশে বসেছিলেন তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়রা। এরপর হবু বরকে নিয়ে শোভাযাত্রা করতে করতে বিয়েবাড়ি গিয়ে পৌঁছয়। পথচারীদের কেউ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর থেকে হু হু করে ছড়িয়ে পড়ে ছবিটি। ভাইরাল হওয়ার পরই বিপদে পড়েন বুলডোজার চালক রবি ভাস্কর।
এরপরই মধ্যপ্রদেশ পুলিস চালকের বিরুদ্ধে মোটরযান আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করে। তাতে তাঁকে বৃহস্পতিবার ৫০০০ টাকা জরিমানা দিতে হয়। পুলিস জানিয়েছে, বুলডোজার বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, গণপরিবহনের জন্য নয়।