পয়লা জুন নয়, বরং চলতি বছর আগেই আসতে পারে বর্ষা (Monsoon)। শুক্রবার এমন সুখবর দিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস (IMD)। ২৭ ফেব্রুয়ারি বর্ষার প্রথম বৃষ্টিপাত হতে পারে কেরলে (Kerala)। এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের। ভারত এবং উপমহাদেশীয় ভূখণ্ডে বর্ষার আনুষ্ঠানিক আগমন সূচি পয়লা জুন। তবে ১৫ মে আন্দামান-নিকোবরে বর্ষার প্রবেশের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।
কিন্তু এদিন কেন্দ্রীয় হাওয়া অফিস বা আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত পয়লা জুনের চারদিন আগেই কেরলে প্রবেশ করছে। ২৭ মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দেশের দক্ষিণ প্রান্তে।'
এ প্রসঙ্গে উল্লেখ্য, গোটা দেশব্যাপী তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থান প্রাণীকূলের। সেই অবস্থা থেকে স্বস্তি দিতে বর্ষার এই আগাম আগমনে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহবিদদের একটি সূত্র বলছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবেই সম্ভবত চার দিন আগে কেরলে ঢুকছে বর্ষা। কারণ একটা সময় অশনি ঘূর্ণিঝড় থাকলেও, মূল ভূখণ্ডে ঢোকার আগে শক্তিক্ষয় হয়। অতি গভীর নিম্নচাপে পরিণত হয় অশনি। যার প্রভাবে দেশের পূর্ব প্রান্তের উপকূলীয় রাজ্যে এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। ফলে সক্রিয় রয়েছে একটা নিম্নচাপ বলয়।
সেই বলয় টেনে আনছে দক্ষিণ-মৌসুমি বায়ুকে। এমনটাই ধারণা আবহবিদদের। তবে অশনি প্রভাব কাটলেও দাবদাহের হাত থেকে রেহাই নেই বাংলার। আগামি কয়েকদিনে রাজ্যে তাপমাত্রা বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।