Share this link via
Or copy link
আগামী ২৫ বছর জনসেবার জন্য বিজেপি কর্মীদের (bjp members) পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী (prime minister) নরেন্দ্র মোদী (narendra modi)। শুক্রবার রাজস্থানের (rajasthan) জয়পুরে শুরু হয়েছে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক। সেই বৈঠকেই মোদি দলীয় কর্মীদের আগামী ২৫ বছর জনসেবা করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন।
এদিনের বৈঠকে ভার্চুয়াল ভাষণে মোদি বলেন,''আমাদের বিশ্রাম করার কোনও অবকাশ নেই। স্বাধীনতা সংগ্রামীদের (freedom fighter)ঋণ আমরা কোনওদিন শোধ করতে পারব না। কিন্তু আমরা আমাদের দেশবাসীর সেবা তো করতে পারি। বিজেপির কোটি কোটি কর্মী রয়েছেন, তাঁদের সবাইকে নিয়ে আমি গর্বিত।'' মোদির সাফ কথা,''আমাদের গোটা দেশে ১৩০০ বিধায়ক আছে, ৪০০ সাংসদ আছে, ১০০জন রাজ্যসভার সদস্য (member of rajya sabha) আসেন। কিন্তু ক্ষমতা ভোগ করা আমাদের উদ্দেশ্য নয়। এই পথ আমাদের জন্য নয়।''
এরই সঙ্গে তাঁর আরও বক্তব্য,''গত আট বছরে দেশে ভারসাম্যের উন্নয়ন হয়েছে। সামাজিক ন্যায়, জনকল্যাণ, মহিলাদের সম্মান প্রদর্শন সব দিয়েছে এই সরকার। এই আট বছর ধরে আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। আজ কোনও গরিব মানুষ আর ভাবে না যে কোনও প্রকল্প শুধু নির্দিষ্ট কোনও মানুষের জন্য।''
এরপরই কর্মীদের আগামী ২৫ বছরের পরিকল্পনা করার পরামর্শ দেন মোদি। প্রধানমন্ত্রী বলেন,''স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশ আগামী ২৫ বছরের পরিকল্পনা করছে। এবার আমাদেরও আগামী ২৫ বছরের পরিকল্পনা করে মানুষের জন্য নিরন্তর কাজ করে যেতে হবে।''