দিল্লি অগ্নিকাণ্ডের জ্বালা শুকিয়ে যাওয়ার আগেই পঞ্জাব হাসপাতালে (Hospital Fire) বিরাট অগ্নিকাণ্ড। অমৃতসরের (Amritsar) একটি সরকারি হাসপাতালের এই ঘটনায় প্রাণহানির কোনও খবর মেলেনি। নিরাপদে সরানো হয়েছে চিকিৎসাধীন রোগীদের। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ভিডিওয় দেখা গিয়েছে, কালো বড় ধোঁয়ার কুণ্ডলীতে ভরে গিয়েছে হাসপাতাল।
হাসপাতাল কর্মী তথা প্রত্যক্ষদর্শীদের দাবি, 'এক্স-রে রুমের বাইরে থাকা এক ট্রান্সফর্মার থেকে ছড়িয়েছে এই আগুন। তবে বিপদ বুঝে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ায় বেঁচেছে প্রাণ।' অন্তত আটটি দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এমনটাই জানিয়েছে অমৃতসর পুলিস।
श्री अमृतसर साहिब में गुरु नानक अस्पताल में आग लगने की मंदभागी घटना की खबर मिली। फायर फाइटर्स मुस्तैदी से हालातों पर काबू पा रहे हैं। परमात्मा की मेहर से किसी जान का नुकसान नहीं हुआ
— Bhagwant Mann (@BhagwantMann) May 14, 2022
मंत्री हरभजन सिंह घटना स्थल पर पहुंच गए हैं...मैं लगातार राहत कामों को मॉनिटर कर रहा हूं
এদিকে, শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুনে অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যু হয়।
এমন মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।