নার্সিং পরীক্ষায় (Nursing Exam) গণটোকাটুকিতে চাঞ্চল্য মধ্যপ্রদেশের (Madhya Pradesh) স্বাস্থ্য দফতরে। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, মরেনা জেলার এক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা বিনা বাধায় (Mass Copying) টোকাটুকি করছেন। এরপরেই জেলা স্বাস্থ্য দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, মোরেনা জেলার এক সরকারি হাসপাতালে প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য এসেছিলেন স্থানীয় প্রাইভেট হাসপাতালের কয়েকজন নার্সিং পড়ুয়া।
জেলার সিএমএইচও চিকিৎসক রাকেশ শর্মা বলেছেন, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ভাইরাল হওয়া ভিডিওর অভিযোগ খতিয়ে দেখা হবে। আগামি ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য দফতরে রিপোর্ট জমা দেবে এই কমিটি। এমনকি জেলার সেই হাসপাতালের সিভিল সার্জনদের নোটিশ পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। কমিটির রিপোর্ট দেখে আগামি পদক্ষেপ নেবে কতৃপক্ষ। এমনটাই জানিয়েছেন সিএমএইচও।
যদিও নিজেদের উপর থেকে দায় সরিয়েছেন জেলা হাসপাতালের সিভিল সার্জন বিনোদ গুপ্তা। তিনি বলেছেন, 'আমি এই পরীক্ষার ব্যাপারে অবগত ছিলাম না। সাগর থেকে যে পরিদর্শক এসেছিলেন তিনি বলতে পারবেন।'