বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট। তার আগের রাত ফেসবুক লাইভে আবেগমোহিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। ফেসবুক লাইভেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। উদ্ধব বলেন, 'যাঁদের সবকিছু দিয়েছি, আজ তাঁরা দূরে। যাঁদের কিছু দিই নি,তাঁরা আজ কাছে। কংগ্রেস এবং এনসিপি-কে ধন্যবাদ পাশে থাকার জন্য। সনিয়া গান্ধী, শরদ পাওয়ারকে ধন্যবাদ।' তাঁর অভিযোগ, 'যাঁদের বড় করেছি, ক্ষমতা পেয়ে তাঁরাই ভুলে গিয়েছে। আপনারা যারা অখুশি, সুরাত-গুয়াহাটি না গিয়ে মাতোশ্রী আসতে পারতেন। রিকশা চালকদের মন্ত্রী-সাংসদ করেছি। তাঁরাই আজ ভুলে গিয়েছি। নিজের লোকেরাই বিশ্বাসঘাতক।'
বিদ্রোহীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, 'আপনাদের কাদের উপর রাগ? শিবসেনা, কংগ্রেস না এনসিপি, কাদের উপর রাগ? কার কাছে কত সংখ্যাগরিষ্ঠ, তা নিয়ে আমি ভাবিত নই।' তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে। মহা-আঘোরি সরকার ক্ষমতায় এসে কৃষকদের ঋণ মকুব করেছে। বালাসাহেবের স্বপ্নকে সত্যি করেছে। গত তিন বছরে মানুষের জন্য কাজ করেছে জোট সরকার। বৃহস্পতিবারের আস্থা ভোটে অংশ নিচ্ছে না উদ্ধব ঠাকরে। এমনটাই ফেসবুকে জানান তিনি। এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার আর আস্থা ভোট হবে না বিধানসভায়। বরং ৩ জুলাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বিজেপি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করতে উদ্যোগ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ।
জানা গিয়েছে, উদ্ধব ঠাকরে যখন ফেসবুক লাইভ করছেন, তখন তাঁর প্রতিনিধি গিয়ে রাজ্যপালের কাছে ইস্তপফাপত্র তুলে দিয়েছেন।