২০ এপ্রিল, ২০২৪

Gangtok: ধসে বন্ধ গ্যাংটকের রাস্তা, ১,৪০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-27 10:40:27   Share:   

ধসে (Landslide) বন্ধ গ্যাংটকের (Gangtok) রাস্তা। এখন ভুল করেও যাবেন না ওই পথে। সিকিমের (Sikkim) প্রশাসন সূত্রে খবর, রবিবার আবার বড়সড় ধস নামল পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। যার ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা। গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। 

মরসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমবাসী। তারপর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল যত বারই শুরু হয়েছে, ততবারই তুষারপাত হয়েছে। পাশাপাশি রবিবার সিকিম প্রশাসন সূত্রে খবর, টানা তুষারপাতের জেরে উত্তর সিকিমে আটকে ছিলেন বহু পর্যটক। ইতিমধ্যে প্রায় ১,৪০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা। রবিবারের এই ধসে যান চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে ওই রাস্তা।


Follow us on :