একদিকে হিজাব বিতর্ক এখনও থামেনি। তারই মধ্যে খুন হলেন কর্ণাটকের বজরং দলের নেতা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শিবমেগা অঞ্চলে। বড়সড় অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী খুন হওয়ার ঘটনায় এলাকায় চড়ছে পারদ।
পুলিস সূত্রে খবর, রবিবার রাত ৯.৩০টা নাগাদ হর্ষ নামের ওই যুবকের শরীরে ছুরি মেরে পালিয়ে যায় কিছু যুবক। হর্ষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিবমেগা শহরের সিগেহাট্টি এলাকায় রবিবার রাতেই উত্তেজিত জনতা পুড়িয়ে দেয় বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং র্যাফ নামানো হয়েছে।
বছর ২৩-এর হর্ষের হত্যাকারীদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও তিনি বলেন, এই খুনের সঙ্গে হিজাব বিতর্কের কোনও যোগ নেই।