আর্থিক তছরূপের অভিযোগে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকানো হল সাংবাদিক রানা আয়ুবকে। লন্ডনগামী বিমান ধরার মুহূর্তেই তাঁকে (Rana Ayub) আটকানো হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক তছরূপের (Money Laundering) অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কোভিডকালে অনুদানের আড়ালে বিদেশি মুদ্রা নয়ছয়ের অভিযোগ উঠেছে এই সাংবাদিকের বিরুদ্ধে। গাজিয়াবাদের এক স্বেচ্ছাসেবী সংস্থা গত সেপ্টেম্বরে গাজিয়াবাদ জেলা পুলিসের কাছে আয়ুবের বিরুদ্ধে অভিযোগ জানায়। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে গাজিয়াবাদ পুলিস।
সেই এফআইআরের ভিত্তিতে তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা। যদিও মুম্বই বিমানবন্দরে তাঁকে আটকানোর ঘটনাকে ব্যাঙ্গের সুরে বিঁধেছেন এই সাংবাদিক। রানার ট্যুইট, 'ভারতীয় গণতন্ত্রের উপর বক্তৃতা দিতে এক আন্তর্জাতিক সাংবাদিকতা উতসবে যোগ দিতে আমি লন্ডন যাচ্ছিলাম। সেই সময় আমাকে বিমানবন্দরের অভিবাসন দফতর আটকায়। প্রায় এক সপ্তাহ আগে জনসমক্ষে আমি এই যাত্রার কথা বলেছি। তারপরেও আজ অভিবাসন দফতর আটক করার পরেই ইডি আমাকে সমন পাঠিয়েছে।'
উল্লেখ্য, পয়লা এপ্রিল রানা আয়ুবকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে ইডি। এদিকে, ওয়াশিংটনের এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়ুবকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সেমিনারের বিষয় মহিলা সাংবাদিকের প্রতি অনলাইন হিংসা। প্রায়ই আয়ুব অভিযোগ করেন, 'অনলাইনে তিনি নিগ্রহ এবং খুনের হুমকি পান।'