ব্রেকিং নিউজ
naval dead : আইএনএস রণবীর রণতরীর ভিতরে বিস্ফোরণে মৃত ৩ নৌসেনা কর্মী
Homenationalnaval dead : আইএনএস রণবীর রণতরীর ভিতরে বিস্ফোরণে মৃত ৩ নৌসেনা কর্মী
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-19 07:55:08
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে বড়সড় বিস্ফোরণ। আইএনএস রণবীর রণতরীর ভিতরে বিস্ফোরণে মৃত ৩ নৌসেনা কর্মী। আহত ১১ জন। মুম্বইয়ে নৌসেনার বন্দরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে সেনা সূত্রে খবর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গেছে ভিতরের কোনও অংশের বড়সড় ক্ষতি হয়নি। নৌসেনা কর্মীদের তৎরতায় জাহাজটির বড় ক্ষতি হয়নি। কিন্তু সাধারণতন্ত্র দিবসের আগে এই ঘটনায় চিন্তার ভাঁজ স্পষ্ট।
প্রসঙ্গত,নৌসেনার রণতরীর ভিতরে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা খুঁজে বের করতে ইতিমধ্য়েই একটি তদন্তকারী কমিটি গঠিত হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে নৌবাহিনী। আহত নৌসেনা কর্মীরা নৌসেনা হাসপাতালে ভর্তি।
সেনা সূত্রে জানা গেছে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। ফের বন্দরের কাজে ফেরার কথা ছিল তার।