LATEST NEWS
28 May, 2023

Indrani: শিনা বোরা হত্যাকাণ্ড, 'জেল থেকে অনেক কিছু শিখেছি', ছাড়া পেয়ে প্রতিক্রিয়া ইন্দ্রাণীর
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-২০ ২০:৩৫:২৯   Share:   

'জেল থেকে অনেক কিছু শিখেছি। এখন বাড়ি যাবো।' প্রায় সাড়ে ছয় বছর পরে জেল থেকে বাড়ি যাওয়ার পথে একগাল হাসি মাখা মুখে সাংবাদিকদের বললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea)। শুক্রবার বিকালে মুম্বইয়ের বাইকুল্লা জেল (byculla jail) থেকে ছাড়া পান তিনি। জেল থেকে ছাড়া পেয়ে একটি গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

২০১২ সালে রহস্যজনকভাবেই খুন হয়েছিলেন শিনা বোরা(Sheena Bora)। আর শিনাকে খুন করেছেন তাঁর মা ইন্দ্রাণীই, এই অভিযোগেই জেলবন্দি হয়েছিলেন তিনি। তোলপাড় হয়ে গিয়েছিল দেশ। একজন মা তাঁর সন্তানকে কী করে খুন করতে পারেন! সময় যতো এগিয়েছে, গরাদের পিছনে থেকে ঝা চকচকে ইন্দ্রাণী চেহারায় ততোই মলিনতার ছাপ পড়েছে। পাক ধরেছে চুলে। আজ বাড়ি ফেরার পথে যথেষ্ট পরিপাটি এককালের ডাকসাইটে ইন্দ্রাণী। ডাই করা কালো চুল। পরণে শ্বেতশুভ্র সালোয়ার-কামিজ। কপালে ছোট্ট কালো টিপ। মুখের সামনে জোড়হাত করে বললেন, 'যাঁরা যাঁরা আমায় কষ্ট দিয়েছে,সকলের জন্য আমার অনুশোচনা।'

Ad code goes here

শীর্ষ আদালতে ইন্দ্রাণীর আইনজীবী দাবি করেন, 'তাঁর মক্কেল দীর্ঘদিন ধরে সেরিব্রালের সমস্যায় ভুগছেন। ফলে তাঁর চিকিৎসার প্রয়োজন।' সেই আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু শর্তে ইন্দ্রানীর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। তিন লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার পাশাপাশি জেল থেকে ছাড়া পাওয়ার পরে ইন্দ্রানী কোনও ভাবেই দেশের বাইরে যেতে পারবেন না এবং সাক্ষীদের সঙ্গে দেখাও করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারপতিরা।

Ad code goes here

গত বুধবারই সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছিল। এ দিন বাড়ির পথে রওনা দিলেন। পরবর্তী পদক্ষেপ কী? উত্তরে বলেন গেলেন, সময়ই বলবে।'' আগে তো বাড়ি যাই।''

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :