কথায় রয়েছে, 'অতি লোভে তাঁতি নষ্ট'। এই প্রবাদ বাক্যের ধ্রুবসত্যতা আরেকবার প্রমাণিত হল। টাকা চুরি (theft) করতে গিয়ে টাকাই পুড়িয়ে (burning money) ফেলল ডাকাতরা (robber)। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। গ্যাসকাটার (Gascutter) দিয়ে এটিএম (ATM) কেটে ১৯ লক্ষ টাকা হাতানোর প্ল্যান করেছিল ডাকাতদল। তবে চুরি করতে গিয়ে হল উল্টো বিপত্তি।
জানা গিয়েছে, এটিএমের ভিতরে ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা ছিল। ১০০, ২০০ এবং ৫০০ মিলিয়ে মোট ছ’হাজার নোট ছিল। ১০০ টাকার নোট ছিল ২,৯৬৫টি, ২০০ টাকার নোটের সংখ্যা ছিল ১,৯১১ এবং ২,৫৭৩টি ছিল ৫০০ টাকার নোট।
টাকা দ্রুত বার করবে বলে গ্যাসকাটারকে কাজে লাগাতে গিয়েছিল তারা। এটিএম কাটা শুরুও করেছিল। মেশিন অল্প ফাঁক হতেই গ্যাসকাটারের আগুনের (Fire) আঁচ লেগে পুড়ে যায় সমস্ত টাকা। লক্ষ লক্ষ টাকা চোখের সামনে মুহূর্তে পুড়ে যায়। অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় ডাকাতরা।