অবসরপ্রাপ্ত আমলাদের চিঠির প্রতিবাদে পাল্টা চিঠি প্রাক্তন বিচারপতি (Ex-Judge) এবং অবসরপ্রাপ্ত আমলাদের। দিন কয়েক আগে গোষ্ঠী সংঘর্ষের (Violence) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের অবসরপ্রাপ্ত আমলাদের (Former IAS) একাংশ। তাঁরা রীতিমতো প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি লিখেছিলেন। এবার সেই চিঠির প্রতিবাদ করেই পালটা চিঠি দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আমলাদের অপর একটি অংশ। চিঠিতে তাঁদের দাবি, 'মোদীকে চিঠি লেখার পিছনে কাজ করেছে ওই আমলাদের অবসাদ। তাঁরা আসলে মোদির জনসমর্থন দেখে হতাশ।'
সেই চিঠিতে ৮ জন প্রাক্তন বিচারপতি, ৯৭ জন প্রাক্তন আমলা ও ৯২ জন অবসরপ্রাপ্ত সেনাকর্তা স্বাক্ষর করেছেন। তাঁরা ‘সচেতন নাগরিক’ বলে দাবি করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আগের চিঠির প্রেরকদের।
ওই চিঠিতে লেখা, 'ওই আমলাদের উদ্বেগ আদতে ঘৃণার রাজনীতিকে উসকে দিচ্ছে। বর্তমান সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেই এই মিথ্যে অভিযোগ। এর আগেও এই ধরনের চিঠি লেখা হয়েছে। সব চিঠিতেই একই ভাষা, একই ধরনের অভিযোগ করা।'
চিঠিতে এসেছে বাংলার ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গে। সেখানে অবসরপ্রাপ্ত আমলাদের একপক্ষ নীরব। একইভাবে অবিজেপি সরকার যে যে রাজ্যে, সেসব রাজ্যের হিংসাত্মক ঘটনার ক্ষেত্রেও নীরব থাকেন ওই আমলারা। এমনটাই লেখা চিঠিতে। স্বাক্ষরকারীদের দাবি,'জনমত প্রমাণ করে দিয়েছে তাঁরা এখনও মোদির পাশেই রয়েছেন। গত নির্বাচনগুলিতে বিজেপির সাফল্যের কারণেই অবসাদে ভুগে ওই আমলারা মোদিকে চিঠি লিখেছেন।'
এর আগে ১০৮ জন অবসরপ্রাপ্ত আমলা মোদিকে যে চিঠি লিখেছেন, তাতে উল্লেখ, 'দেশে ঘৃণাভরা এক ধ্বংসাত্মক উন্মত্ততা প্রত্যক্ষ করছি। কেবল মুসলিম কিংবা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ই নয়, বলিদানের বেদিতে আজ সংবিধান নিজেই।'
তাঁদের দাবি, ভারতীয় সংবিধানের মৌলিক ধারা লঙ্ঘন করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। এই বিরাট সামাজিক সংকটের সময়ে আপনার সশব্দ নীরবতা আমাদের আরও বধির করে দিচ্ছে।