LATEST NEWS
29 May, 2023

Eknath Shinde: মুখ্যমন্ত্রী পদে শপথ একনাথের, ডেপুটি হলেন ফড়নবিশ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৬-৩০ ২০:৪৮:১০   Share:   

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে। তাঁর ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। যদিও এদিন বিকেলের সাংবাদিক বৈঠকে ফড়নবিশ দাবি করেছিলেন তিনি একনাথ মন্ত্রিসভার সদস্য হবেন না। কিন্তু পরে অমিত শাহ এবং জেপি নাড্ডার অনুরোধে মত বদলান মহারাষ্ট্রের দু'বারের মুখ্যমন্ত্রী। এমনটাই বিজেপি সূত্রে খবর।

এদিকে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ট্যুইটে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'মহারাষ্ট্রের তৃণমূলস্তরের নেতা একনাথ শিন্ডেজিকে অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন দেবেন্দ্র ফড়নবিশজিকে। যিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।'

Ad code goes here

অপরদিকে, মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়। মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম বৃহস্পতিবার বিকেলে রাজভবন থেকে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানান, শিবসেনা নেতা শিন্ডের সঙ্গে বিজেপির সমর্থন রয়েছে। তবে এদিন শুধু মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে শপথ নেবেন বলে জানা গিয়েছিল। কিন্তু পরে তাঁর সঙ্গে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশও।

Ad code goes here

এদিন বিকেলে সাংবাদিকদের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেন, 'শিবসেনা বিজেপির সঙ্গে জোট গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপি-শিবসেনা জোট ভোটে জিতেছিল। মানুষ চায় শিবসেনা-বিজেপির সরকার। কারণ এমভিএ সরকার রাজ্যের উন্নয়ন করেনি। বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে বিচ্যুত উদ্ধব ঠাকরেজির আদর্শ। শুধুমাত্র হিন্দুত্বের জন্য একনাথজি-কে সমর্থন করবে বিজেপি।'

Ad code goes here

একনাথ শিন্ডে বলেছেন, 'মন্ত্রী থেকেও মহা অঘোরী সরকারে কোনও কাজ করতে পারছিলাম না। দেবেন্দ্র ফড়নবিশের হৃদয় বড়, তাই উনি আমাকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। আমাকে সম্মান দেওয়ার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ধন্যবাদ।' 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :