বড় ব্যবধানেই বিরোধী শিবিরকে হারিয়ে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট জিতলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিন্ডে-বিজেপি নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভোট পড়েছে ১৬৪টি। বিপক্ষে ভোট পড়েছে ৯৯টি। সূত্রের খবর, শিবসেনার মুখ্য সচেতকের হুইপ উপেক্ষা করেই কিছু বিধায়ক শিন্ডে সরকারের দিকেই আস্থা দেখিয়েছেন। এদিন বিরোধী শিবিরের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি মিলিয়ে পাঁচ বিধায়ক ভোটদানে বিরত থেকেছেন। ফলে ১০০ পেরোতে পারেনি উদ্ধব শিবিরের পক্ষে ভোট। সংখ্যাতাত্ত্বিক বিচারে শিন্ডে শিবির পেয়েছে ১৬৪ ভোট (শিন্ডে শিবির+বিজেপি+নির্দল+বিক্ষুব্ধ), বিরোধী পক্ষ ৯৯ (এনসিপি, কংগ্রেস, শিবসেনা, অন্য)।
এদিকে, শিন্ডে শিবির মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেই বিধানসভায় শিবসেনার মুখ্য সচেতক পদে বদল ঘটে। একনাথ শিন্ডেকে সরিয়ে সুনীল প্রভুকে শিবসেনার মুখ্য সচেতক নিয়োগ করেন বিধানসভার ডেপুটি স্পিকার। কিন্তু রবিবার অধ্যক্ষ পদে নিয়োগ হতেই ফের শিবসেনার মুখ্য সচেতক পদে রদবদল ঘটালেন রাহুল নার্ভেকর। সুনীল প্রভুর জায়গায় শিবসেনার নতুন মুখ্যসচেতক ভরত গোগাওয়ালে। এদিন তিনিই আবার হুইপ জারি করেছিলেন দলীয় বিধায়কদের উদ্দেশ্যে।
সেই হুইপ উপেক্ষা করেই বিপক্ষে ভোট দিয়েছেন উদ্ধব-পন্থী ১৫ শিবসেনা বিধায়ক।