২৯ মার্চ, ২০২৪

Malay: কয়লাকাণ্ডে ফের মন্ত্রী মলয়কে দিল্লি তলব ইডির, ডাকা হল আপ্ত সহায়ককেও
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-22 12:45:10   Share:   

ইডির (ED) ডাক পেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে (Coal Scam) আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। বাদ গেলেন না তাঁর আপ্ত সহায়কও। ২৯ মার্চ দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, 'ডাকা হতে পারে আসানসোলের একাধিক কাউন্সিলরকেও।'

কয়লাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রাজ্যের আইনমন্ত্রী। এর আগেও মলয় ঘটককে বেশ কয়েকবার তলব করেছিল ইডি। এমনকী, একবার দিল্লিতে হাজিরা দিয়েছেন তিনি। তাহলে কেন ফের তলব?

ইডি সূত্রের খবর, কয়লাকাণ্ডের তদন্তের নয়া তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে তলব করা হয়েছে মন্ত্রীকে। সঙ্গে তাঁর আপ্ত সহায়ককেও। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মেল করে আইনমন্ত্রীকে ২৯ মার্চ দিল্লিতে হাজিরা দিতে বলেছে ইডি। তার আগে, ২৩ মার্চ ডেকে পাঠানো হয়েছে মন্ত্রীর আপ্ত সহায়ককে। যদিও মলয় ঘটকের দাবি, এখনও পর্যন্ত কোনও নোটিশ পাননি তিনি।


Follow us on :