শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্তে যখন বাংলায় তৎপর ইডি, তখন পড়শি ঝাড়খণ্ডেও সক্রিয় কেন্দ্রীয় এই সংস্থা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘ঘনিষ্ঠ’ পঙ্কজ মিশ্রের ৩০ কোটি টাকার জাহাজ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি পঙ্কজকে অবৈধ খনন মামলায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
সূত্রে খবর, এমভি ইনফ্রালিঙ্ক-৩ নামে একটি জাহাজের মালিকানা জেএমএম বিধায়ক পঙ্কজ মিশ্রের নামে। এই পঙ্কজ মুখ্যমন্ত্রী সোরেন ঘনিষ্ঠ। বাজেয়াপ্ত জাহাজের কোনও লাইসেন্স ছিল না। এটা সুকরগড় ঘাট থেকে সাহিবগঞ্জ পর্যন্ত চলত।
তদন্তকারীরা জানতে পেরেছে, এই জাহাজ রাজেশ যাদবের নামে চললেও, আদতে এর সঙ্গে জড়িত পঙ্কজ-সহ আরও কয়েক জন। অবৈধ ভাবে খনন করা পাথর, স্টোনচিপস নিয়ে যেতে এই জাহাজ ব্যবহার করা হয়েছে।