ব্রেকিং নিউজ
ed-files-chargesheet-against-former-jammu-kashmir-cm-farooq-abdullah
Farooq: ক্রিকেট সংস্থার অর্থ নয়ছয়ের অভিযোগ, ফারুক আবদুল্লার বিরুদ্ধে ইডির চার্জশিট

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-26 19:42:03


মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে সরগরম বাংলার রাজনীতি। আপাতত ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই চলছে ম্যারাথন জেরা। এই আবহে আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ ইডির। আর্থিক দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট দাখিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সংস্থার অভিযোগ, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট সংস্থার বেআইনি আর্থিক লেনদেনে জড়িত ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লা।

জেকেসিএ আর্থিক দুর্নীতি মামলায় ২০১৮-তে ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। অভিযোগ, জেকেসিএ প্রধান থাকাকালীন ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক। রাজ্য এই ক্রিকেট সংস্থার তহবিল থেকে ৪৫ কোটি টাকারও বেশি সরিয়েছেন তিনি।

ওই মামলায় ফারুক ছাড়াও আরও তিন জনের বিরুদ্ধে ২০০২-২০১১ সালের মধ্যে ক্রিকেট সংস্থার ৪৩.৬৯ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। ২০১৯-এ অন্যতম অভিযুক্ত তথা জেকেসিএ-র প্রাক্তন কোষাধ্যক্ষ এহসান আহমেদ মির্জাকে গ্রেফতার করা হয়। ২০১৯ সালে এই মামলায় একবার উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা।

এমনকি, ২০২০-র ডিসেম্বরে ফারুকের ১১ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। চলতি বছরের মে মাসে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও সে সময় ফারুক আবদুল্লার দল অভিযোগ করেছিল, এটা বিজেপি সরকারের প্রতিহিংসামূলক এবং বিভাজনের রাজনীতির উদাহরণ।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন