ম্যারাথন জেরার পর মনরেগা প্রকল্পে অর্থ তছরূপের অভিযোগে গ্রেফতার ঝাড়খণ্ডের আইএএস পূজা সিংহল। শুক্রবার এই মামলায় সিএ সুমন কুমারকে গ্রেফতার করেছিল ইডি। সেই ঘটনার সপ্তাহ ঘুরতেই বুধবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাই পূজা এবং তাঁর স্বামী অভিষেক ঝাকে গ্রেফতার করেছে। ঝাড়খণ্ডের খনিসচিব হিসেবে কর্মরত পূজার সিএ সুমনের থেকে ইতিমধ্যে ৭ কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা। দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৬৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।
এই মামলার তদন্তে নেমে পূজার বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ ওঠে। এই তদন্ত মূলত ২০১২ থেকে চালাচ্ছে ইডি। কিন্তু সেই সময় ক্লিনচিট পেয়ে গিয়েছিল এই আইএএস। সাম্প্রতিক তদন্তে পূজার ১৫০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান পায় ইডি। তল্লাশি চালানো হয় পশ্চিমবঙ্গ, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি-সহ দেশের ১৮টি জায়গায়। নগদ ১৯ কোটি টাকা উদ্ধার করা হয় পূজা, অভিষেক এবং সুমনের বাড়ি থেকে।
তদন্ত চলাকালীন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা জানিয়েছিল, জেলাশাসক পদে থাকাকালীন পূজা-সহ স্বামী অভিষেকের অ্যাকাউন্টে আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়েছিল।
মূলত দুই বছর আগে খুঁটি জেলায় মনরেগা প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামবিনোদ প্রসাদ সিন্হার গ্রেফতারি দিয়ে ফের মামলা শুরু হয়। রামবিনোদ জানান, নয়ছয় হওয়া টাকার পাঁচ শতাংশ সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কমিশন হিসেবে দিয়েছিলেন তিনি। পুলিস পুরনো তথ্য ঘেঁটে জানতে পারে, ঘটনাটি যখন ঘটে তখন খুঁটির ডেপুটি কমিশনার ছিলেন পূজা। এরপরই অর্থ তছরূপের বিষয়টি জুড়ে যাওয়ায় ইডি পূজার বিরুদ্ধে তদন্ত শুরু করে।