আগেই খুলে গিয়েছিল কেদারনাথ (Kedarnath), এবার চারধামের (Chardham Yatra) অন্যতম বদ্রীনাথও (Badrinath Temple) পুণ্যার্থীদের জন্য খুলল দরজা। করোনার দুই বছরের প্রতীক্ষা দূরে সরিয়ে প্রথম দিন থেকেই কড়া নিরাপত্তায় ভক্ত সমাগমে জমজমাট মন্দির। গত ৩ মে, অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির খুলে দেওয়া হয়েছিল। এই দুই ধামে ক্রমেই বাড়তে থাকে ভক্তদের ভিড়। শুক্রবার খুলে দেওয়া হয়েছে কেদারনাথের দরজা, পাশাপাশি রবিবার ভোরে দরজা খুলেছে বদ্রীনাথ মন্দিরের।
জানা গিয়েছে, দেবভূম উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ দর্শনে সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্ত্রোচ্চারণ, শঙ্খ, উলুধ্বনির শব্দে গুঞ্জরিত মন্দির। বদ্রীনাথ মন্দিরের প্রধান আরাধ্য দেবতা বদ্রীনারায়ণ। ১ মিটার উচ্চতার দেববিগ্রহটি কষ্টিপাথরে নির্মিত। বিগ্রহ একটি বদ্রীগাছের নীচে সোনার চাঁদোয়ার নিচে রাখা।
দু’দিন আগে, ৬ মে খুলে দেওয়া হয়েছিল কেদারনাথ ধামের দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উপস্থিত ছিলেন সেই শুভক্ষণে। ১৫ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দিরের দরজা। রীতিমতো ব্যান্ড বাজিয়ে বাবা কেদারনাথের ‘ডোলি’ মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ২০১৩ সালে প্রাকৃতিক বিপর্যয়ে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারনাথ মন্দির। এরপর ধাপে ধাপে নতুন ভাবে সেজে ওঠে মন্দির।