২৯ মার্চ, ২০২৪

Delhi: ৫৮-৮ ভোটে দিল্লি বিধানসভার আস্থা জিতলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-01 16:53:50   Share:   

৫৮-৮ ভোটে আস্থা ভোট (Trust Vote) জিতে দিল্লিতে সরকার টিকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kajariwal)। যদিও ২০২০ সালে বিধানসভা ভোটে ৬২টি আসনে জিতেছিলেন আপ প্রার্থীরা। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৮ আসন। বৃহস্পতিবারের আস্থা ভোট ৪ জন বিধায়ক আপের (AAP) পক্ষে ভোট দেয়নি। এই মিসিং লিঙ্ক দিল্লির শাসক দল আপকে ভাবালেও আপাতত স্থিতিশীল কেন্দ্রশাসিত এই রাজ্যের রাজনৈতিক অবস্থা। এমনটাই বলছেন রাজনৈতিক পর্যালোচকরা।  

সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযান হয়েছে। আবগারি দুর্নীতি-কাণ্ডে এই সিবিআই তদন্ত। তারপর থেকে দিল্লিজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়। হয়তো বা উলটে যেতে পারে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। আম আদমি পার্টির অভিযোগ ছিল, বিধায়ক কিনে দিল্লির সরকারকে ব্যতিব্যস্ত করতে চাইছে বিজেপি।

তাই তড়িঘড়ি আস্থা ভোট ডেকে নিজের শক্তি প্রদর্শন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


Follow us on :