ব্রেকিং নিউজ
Delhi supreme court দিল্লির দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা সুপ্রিম কোর্টের
HomenationalDelhi supreme court দিল্লির দূষণ নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা সুপ্রিম কোর্টের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-15 17:49:12
দিল্লির দূষণ লাগামহীন। নাভিশ্বাস উঠছে জনজীবনের। সোমবার দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করতে জরুরি বৈঠক ডাকার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং দিল্লির মুখ্যসচিবদের উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে শীর্ষ আদালত।
এদিন দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, লকডাউনের মতো কড়া সিদ্ধান্ত নিতেও তারা প্রস্তুত। পাশাপাশি এও জানানো হয়, দিল্লির বাতাস থেকে দূষণ কমাতে এনসিআর অঞ্চল এবং দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও একই ব্যবস্থা নিতে হবে।
একইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণে এদিন সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশিকা দিয়েছে। সেগুলি হল-
- প্রকাশ্যে জঞ্জাল-আবর্জনা পোড়ালে জরিমানা নিতে হবে। নিম্নবিত্ত বা উচ্চবিত্ত যে-ই হোক না কেন।
পার্কিং ফি
- দ্বিগুণ করতে হবে। যাতে অকারণ বেরনো বন্ধ হয়।
- ডিজেল জেনারেটর ব্যবহার বন্ধ করতে হবে।
- বাস ও মেট্রো পরিষেবা বৃদ্ধি করতে হবে।
- জোড়-বিজোড় ফর্মূলা আবার চালু করতে হবে।
- সরকারি কর্মীদের প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হোক।
- ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হোক।
- প্রয়োজন হলে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে হবে।
- পাথর খোদাই মেশিনের ব্যবহার বন্ধ রাখতে হবে।
- হোটেল-রেস্তোরাঁয় কয়লা পোড়ানো, কাঠ জ্বালানো বন্ধ করতে হবে।
- সবসময় রাস্তা পরিষ্কার রাখতে হবে।
দিল্লির বাতাসে শ্বাস নিতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা। কুয়াশার মতো বিষবায়ুতে ঢেকে রয়েছে দিল্লির আকাশ। সামনে প্রায় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রসঙ্গত, দিল্লির দূষণ নিয়ে ১৭ বছর বয়সী ছাত্র ও দিল্লির বাসিন্দা আদিত্য দুবে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। সোমবার সেই মামলা উঠেছিল প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্তের বিশেষ বেঞ্চে। সবপক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ জানায়, দিল্লির দূষণের জন্য মূল দায়ী নির্মাণকাজ, শিল্প, পরিবহণ, বিদ্যুৎ উৎপাদন এবং যানবাহন চলাচল। এছাড়াও কৃষিজমিতে আগুন ধরানো থেকেও প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।