মানুষের জীবনচক্রে নাকি সবচেয়ে সুন্দর মুহূর্ত স্কুলজীবন। যে স্মৃতি-অভিজ্ঞতা স্কুল জীবনে সঞ্চয় হয়, সেই স্মৃতি-অভিজ্ঞতা নাকি অন্য কোথাও মেলে না। তাই স্কুলজীবনের প্রতি মুহূর্ত স্মরণীয় করে রাখা এখন প্রত্যেক পড়ুয়ার কাছে বিবেচ্য বিচার। আর তাঁদের এই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ভাইরাল হলেন দিল্লির এক সরকারি স্কুলের শিক্ষিকা মনু গুলাতি।
दिल्ली शहर का सारा मीना बाज़ार ले के।☺️
— Manu Gulati (@ManuGulati11) June 16, 2022
Our imperfect dance moves on the last day of summer camp...leading to some perfect moments of joy and togetherness.💕#SchoolLife #TeacherStudent pic.twitter.com/K50Zi1Qajf
পিএইচডি স্কলার এই শিক্ষিকা এখন সামাজিক মাধ্যমে পরিচিত মুখ। নেপথ্যে 'কাজরা মহব্বতওয়ালা গানে' তাঁর অপটু ডান্সস্টেপ। ক্লাসরুমে নিজে তো নাচলেন, পাশাপাশি নাচালেন ছাত্রীদেরও। সেই নাচের ভিডিও শেয়ার করে মনু গুলাতি লেখেন, 'গরমের ছুটির আগে একটু আনন্দে গা ভাসান।' আর তাঁর এই উদ্যোগকেই কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। মনু গুলাতির ভাইরাল ডান্স ভিডিওকে রিট্যুইট করেছে দিল্লির শিক্ষা অধিকর্তা দফতর। তাদের মন্তব্য, 'স্কুলশিক্ষা জরুরি, তার সঙ্গে শেখার ধরন আরও বেশি জরুরি।'
এক নেটিজেন লেখেন, 'আপনি যাঁদের সঙ্গে নাচছেন, তাঁরা ভবিষ্যতে হয়তো আপনার শেখানো সবকিছু ভুল যাবে। কিন্তু এই সুন্দর মুহূর্ত আজীবন মনে রাখবে।